– Air Doctor একটি নতুন ধরনের জাপানিজ টেকনোলজি যা ক্লোরিন ডাই অক্সাইড ব্যাবহার করে সকল ধরনের জীবাণু ধ্বংস করতে পারে। – সকল ধরনের বাতাসবাহিত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও স্পোর দ্বারা সংক্রমন রোধ করতে সক্ষম।- ক্লোরিন ডাই অক্সাইড মশাবাহিত রোগ ডেংগু ও ম্যালেরিয়াও প্রতিরোধে সক্ষম।সবার জন্য নিরাপদ কি না?- এতে ক্লোরিন ডাই অক্সাইডের পরিমান সহনীয় মাত্রার (0’1 ppm) চেয়েও কম মাত্রায় থাকে। তাই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং সব বয়সিদের জন্য নিরাপদ।- গর্ভবতী মায়েদের জন্যও নিরাপদ।- এজমা রোগী, শ্বাস যন্ত্রের রোগী, কীডনি রোগী, হৃদযন্ত্রের রোগীসহ ডায়াবেটিসের রোগীরাও নিরাপদে ব্যাবহার করতে পারবে।Air Doctor কিভাবে কাজ করে?- শান্ত বাতাসে এক মিটার এরিয়ার ক্লোরিন ডাই অক্সাইডের একটি সুরক্ষা বলয় তৈরি করে।- এই সুরক্ষা বলয়ে যেকোন জীবাণু ৫০-৬০ সেকেন্ডে মারা যায়।- এর ক্লোরিন ডাই অক্সাইড যেকোন ভাইরাস বা ব্যাক্টেরিয়ার প্রোটিন নষ্ট করে দেয়।- এখন পর্যন্ত কোন জীবানুই ক্লোরিন ডাই অক্সাইডকে প্রতিরোধে সক্ষম নয়।কাদের দ্বারা অনুমোদিত?- ক্লোরিন ডাই অক্সাইড USFDA, WHO, USFPA সহ বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সংস্থা দ্বারা অনুমোদিত সকল ধরনের জীবানু বিরোধী হিসেবে।- Air Doctor এর প্রস্তুতকারী প্রতিস্ঠান জাপানের KIYOU JOCHUGIKU Company Limited, USFDA দ্বারা অনুমোদিত।Air Doctor SR কি?- Air Doctor এর Sustained Release version যার প্রতিটি ২৫ ঘন মিটার এরিয়া কভার করে। কক্ষের দেয়ালের কোন অংশে সেট করতে হয়।- অনেক দেশের আই.সি.ইউ (ICU) জীবানুমুক্ত রাখতে ব্যাবহার হয়।একটি Air Doctor এর মূল্য কত এবং কতদিন কার্যকর?১। Air Doctor: সর্বোচ্চ খুচরা মূল্য ২৫০০ টাকা এবং ৩০ দিন কার্যকর।২। Air Doctor SR: সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫০০ টাকা এবং ৫০-৬০ দিন কার্যকর।
Air Doctor কি?
15
May